ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুষ্টিয়ায় ৮ বছরের শিশু ধর্ষণ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ০৩ ১৮:৩০:৩৩
কুষ্টিয়ায় ৮ বছরের শিশু ধর্ষণ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আফজাল কাজী (৫৫) নামের এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল ) দুপুরে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

আফজাল কাজী খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত সম্পর্কে শিশুর প্রতিবেশী দাদা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার কয়েকজন শিশুকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নেন। রাতে ওই শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী আফজাল কাজীর বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম খবর সংযোগকে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত এক প্রতিবেশী দাদাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

(এমজে/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)