প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
২০২৫ এপ্রিল ০৩ ২৩:৩৭:০১
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মির্জা আব্দুল মুহিদ (৫৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় বাসের আরও ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা আব্দুল মুহিদ কুষ্টিয়া জেলার মিরপুর থানার কচুয়া গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া এলজিইডি কার্যালয়ে চাকরি করতেন বলে জানা গেছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহল রানা বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি দুরপাল্লার বাস বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মির্জা আব্দুল মুহিদ নিহত হন। আহত হন আরও ২০ জন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আরিফুল ইসলাম, সেলিম রেজা, আইরিন আক্তার, মোস্তফা কামাল, আবু রাসেল, সালমা বেগমসহ কয়েকজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। আর নিহতের মরদেহ গোলড়া হাইওয়ে পুলিশ উদ্ধার করেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি সৈয়দ সারোয়ার বলেন, দুর্ঘটনা কবালিত বাসটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
(ডিসিপি/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)