প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
২০২৫ এপ্রিল ০৩ ২৩:৪৪:১৮
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গ্রাম্য দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের খবর পাওয়া গেছে। এতে অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুরাটিয়া গ্রামের মিন্টু মিয়ার সাথে বেলায়েত মোল্যার বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় বেলায়েত মোল্যার সমর্থক আজিজুল শেখ (৪০) এর উপর হামলা করে মিন্টু মিয়ার সমর্থকরা। এ ঘটনার জেরধরেই দুই পক্ষ দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী-ভেলা, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর করে। এছাড়া কৃষক কবির শেখের বসতঘরে আগুন দেয়াসহ ১০ থেকে ১২টি খড় ও পাটখড়ির গাদায় আগুন দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পূর্ব বিরোধের জেরধরে মুরাটিয়া গ্রামের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে আছি, কোন পক্ষ অভিযোগ দেয়নি।
(এএন/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)