ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
২০২৫ এপ্রিল ৩০ ১৯:০৯:০২
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ তিনটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের কাচারিপাড়ায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির নামে তিনটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নৌকা প্রতীকের নির্বাচন করে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
(আরআর/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)