ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ উদ্ধার 

২০২৫ মে ০৩ ১৯:৪৪:৩৪
সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ উদ্ধার 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা হরিণ শিকারের ৬টি বস্তা ভর্তি ১০ হাজার ফুট নাইলনের সুতার তৈরী ফাঁদ, একটি নৌকাও ১০ মন বরফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার রাতের দিকে সুন্দরবনের বলেশ্বর নদের মাঝের চরের পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে হরিণ শিকারের এসব সরঞ্জাম উদ্ধার করেন।

জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিণ শিকারীদের অবস্থান সনাক্ত করেন। শিকারী দল গভীর রাতে সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিলো। বলেশ্বর নদের মাঝের চরের পশ্চিম পাড়ে সুন্দরবনে অভিযানে গেলে শিকারীরা টের পেয়ে নৌকা ফেলে গহীন বনে পাঁচজন শিকারী পালিয়ে যায়।

এসময় একটি নৌকাটি জব্দ করে তল্লাশী চালিয়ে ৬টি বস্তায় ভর্তি ১০ হাজার ফুট নাইলনের সুতার তৈরী ফাঁদ, ১০ মণ বরফসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া শিকারীদের আটকে রাত থেকে মাঝের চর ও সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/মে ০৩, ২০২৫)