ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ

২০২৫ মে ০৪ ২২:৫০:২৫
ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের নামাজে জানাজা আজ রবিবার বাদ আসর সরকারি রাজেন্দ্র কলেজে সম্পন্ন হয়েছে। এতে দল বল নির্বিশেষে সব শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধা জানান। এ সময় এই বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা।

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের জানাজায় ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কমিউনিস্ট পার্টির নেতা রফিকুজ্জামান লায়েকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মরহুম বীর মুক্তিযোদ্ধার সৈয়দ মাসুদ হোসেনের জীবন ও কর্ম তুলে ধরা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। নামাজে জানাজা শেষ এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের আলিপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

(আরআর/এএস/মে ০৪, ২০২৫)