ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

পিএসএলে রিশাদের রেকর্ড

২০২৫ মে ০৫ ১৪:৪৩:২৪
পিএসএলে রিশাদের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : দারুণ ফর্মে থাকলেও তিন ম্যাচ বসে থাকতে হয়েছে রিশাদ হোসেনকে। অবশেষে গতকাল করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের একাদশে ফিরেছেন তিনি। ফিরেই ভালো করেছেন। গড়েছেন রেকর্ডও। তবে জিততে পারেনি তার দর।

৩ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট নেন রিশাদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) তিনি ৫ ম্যাচে নিয়ে ফেলেছেন ৯ উইকেট। এই টুর্নামেন্টে বাংলাদেশি কোনো ক্রিকেটারের এত বেশি উইকেট নেই। রিশাদের পরেই রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।

আগে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তুলে। এরপর শুরু হয় বৃষ্টি। পরে তাদের ইনিংস আর মাঠে গড়ায়নি। ডিএএলএস পদ্ধতিতে ১৫ ওভারে করাচির লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। এই রান তাড়া করতে নেমে করাচি ব্যাটাররা চড়াও হন বোলারদের ওপর। বাকিদের খরুচে রানের হিসেবে রিশাদ ইকোনমি ধরে রেখেছিলেন ভালোভাবেই।

(ওএস/এএস/মে ০৫, ২০২৫)