ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

২০২৫ মে ০৫ ১৯:২৭:০৬
রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

একে আজাদ, রাজবাড়ী : সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবর্তে সরাসরি বিচার বিভাগের অধীনে অন্তর্ভুক্তির দাবিতে রাজবাড়ীতে কর্মবিরতি পালন করেছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারীরা।

আজ সোমবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বিচার বিভাগে দায়িত্ব পালন করলেও নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম এখনো পরিচালিত হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে। এতে তারা বিচার বিভাগের প্রকৃত অংশীদার হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না।

তাদের অভিযোগ, আমরা বিচার বিভাগে কাজ করি, অথচ আমাদের নিয়ন্ত্রণ করছে সংস্থাপন মন্ত্রণালয় এটি একটি বড় বৈষম্য। আমরা আর সৎ মায়ের সন্তান হয়ে থাকতে চাই না। আমাদের একটাই দাবি বিচার বিভাগে পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তি।

তারা আরও বলেন, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি।

এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সৈয়দ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল, সহসভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলু সরদার, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আব্দুল আলিম, নাজির তোফাজ্জেল হোসেন, শামীম আশরাফ, আলামিন হোসেন প্রমুখ।

(একে/এসপি/মে ০৫, ২০২৫)