প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
২০২৫ মে ০৬ ১৪:৫৬:৩৪
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মো. শাহাদুজ্জামান, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস।
(এএনএইচ/এএস/মে ০৬, ২০২৫)