প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
যশোর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দু’টি দোকান
২০২৫ মে ০৬ ১৮:৪৪:১৭
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের বড়বাজারের চুরিপট্টি এলাকায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে সুতা ও শিপের সরঞ্জাম বিক্রির প্রতিষ্ঠান মেসার্স শফি এন্ড সন্স এবং যশোর ফিশ হাব সেন্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক দুইটার দিকে চুরিপট্টিতে একটি দোকানে হোল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ আগুনের ফুলকি বের হয়ে লাগে পাশের দোকানে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের আরও একটি দোকানে পৌঁছে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।
আগুনে ক্ষতিগ্রস্ত মেসার্স শফি এন্ড সন্সের মালিক আনোয়ার হোসেন জানান, পাশের দোকানে হোল্ডিংয়ের কাজ করার অসাবধানতাবশত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চোখের পলকেই তার এবং তার আপন ভাইয়ের মালিকানাধীন দুটি দোকানের প্রায় সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, আমরা অল্প কিছু মালামাল বের করতে পেরেছি। প্রায় সব জিনিস পুড়ে শেষ হয়ে গেল।
দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে দোকান দুটির ভেতরের মূল্যবান জিনিসপত্র, সুতা, মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও ব্যবসায়ীরা বলছেন, এতে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। তবে, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায় বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। এই ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে, আগুনে পোড়া দোকান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান।
(এসএ/এসপি/মে ০৬, ২০২৫)