প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হলো আইপিএল
২০২৫ মে ০৯ ১৩:৫১:৪৬
স্পোর্টস ডেস্ক : শুরুটা হয় কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলা থেকে। এরপর পাকিস্তানে হামলা চালায় ভারত।
উত্তর দেয় পাকিস্তানও। যার চাপ পড়েছে ক্রিকেট। গতকাল মধ্যরাতে সিদ্ধান্ত আসে পিএসএল স্থগিতের। আর আজ স্থগিত করা হয়েছে আইপিএল।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিষয়টি জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইপিএল কর্তৃপক্ষ। মূলত গতকাল রাতে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ চলাকালীন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বেশ কয়েকটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। দশ মিনিট পর নিরাপত্তা শঙ্কার কথা বলে স্থগিত করা হয় ম্যাচটি। এরপর জানানো হয় আজ আসবে আইপিএলের সিদ্ধান্ত।
আইপিএলের এখনও বাকি রয়েছে ১৬ ম্যাচ। প্রাথমিক পর্বের ম্যাচগুলো হওয়ার কথা আহমেদাবাদ (৩) লাক্ষ্ণৌ (২), বেঙ্গালুরু (২), হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরেও। প্লে-অফের ম্যাচগুলো হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। কিন্তু সেগুলো হবে কিনা, তা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলেই বলা যাবে।
এর আগে গতকাল সম্ভাব্য এই যুদ্ধকে বিবেচনা করে স্থগিত করা হয়েছে পিএসএল। সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
(ওএস/এএস/মে ০৯, ২০২৫)