ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে’

২০২৫ মে ০৯ ১৭:৪৪:৩৮
‘সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে’

স্টাফ রিপোর্টার : সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, অথচ জনগণ আর অপেক্ষা করতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না। জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে।

জুলাই-আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, পাশ্ববর্তী কোনো দেশের চাপে যেন ঐক্য নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনও শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে মুক্তি মিলবে না।

তিনি আরও বলেন, বিএনপি চায়, প্রবাসীদের ভোটাধিকারসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা।

(ওএস/এসপি/মে ০৯, ২০২৫)