ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

৮৬ লাখ টাকার চেক প্রদান

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই

২০২৫ মে ০৯ ১৯:৪৫:৫৭
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই)।

আজ শুক্রবার দুপুরে ধামরাইয়ের সুতিপাড়া এফটিসি সেন্টারে আয়োজিত আলী আজগরের স্মরণ সভা ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ছেলে রবিউল ফয়সালসহ পরিবারের হাতে ৮৫ লাখ ৯৫ হাজার টাকার চেক তুলে দেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক।

এসময় এসডিআইয়ে কেন্দ্রীয় অফিসের পরিচালক মো. কামরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক আবুবকর হাজারী, অভিজিৎ কুমার দেবনাথ, স্থানীয় সাংবাদিক, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগর সাভারের জিরানী শাখার শাখা ব্যবস্থাপক ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ধামরাইয়ের বাঙ্গালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। আলী আজগর ধামরাইয়ের শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার নুরুল ইসলাম মাস্টারের ছেলে।

এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক জানান, এসডিআই সবসময় অসহায় ও সমাজের ভালো কাজের সঙ্গে থাকে। নিহত আলী আজগর এসডিআই অফিসে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি সৎ ও পরিশ্রমী ছিলেন। তার পরিবারের পাশে এসডিআই সবসময় থাকবে।

(ডিসিপি/এসপি/মে ০৯, ২০২৫)