ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’

২০২৫ মে ১০ ১২:২০:৩৫
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই দাবিতে শাহবাগে অবস্থানও চলমান থাকবে বলেও জানান তিনি।

শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এ কথা জানান নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে। ’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ আরও লেখেন, ‘দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই। ’

এর আধা ঘণ্টা আগে আরেকটি ফেসবুক পোস্টে নাহিদ অন্তর্বর্তী সরকারের কাছে তিনি দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হচ্ছে: ১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। ৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

নাহিদ ইসলামের এই পোস্টের পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতাদেরও ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে একই দাবি পোস্ট করেন।

এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ছাত্র-জনতা। রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, হেফাজত ইসলামী, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।

এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

একইসঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪ টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এসময় ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্য দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছিল।

(ওএস/এএস/মে ১০, ২০২৫)