প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
তীব্র তাপপ্রবাহের আভাস দিলো আবহাওয়া অফিস
২০২৫ মে ১০ ১২:৪৫:৪০
স্টাফ রিপোর্টার : টানা ৩ দিন ধরে দেশের সব বিভাগে তাপপ্রবাহ বইছে। দেশের ২ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আজও দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তিনি জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আগামী সোমবার থেকে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
(ওএস/এএস/মে ১০, ২০২৫)