প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
৯৩ ফ্লাইটে সৌদি গেছেন ৩৭৪৩০ জন হজযাত্রী
২০২৫ মে ১০ ১৩:২৬:৩৭
স্টাফ রিপোর্টার : হজ পালনের জন্য এখন পর্যন্ত ৯৩টি ফ্লাইটে সর্বমোট ৩৭ হাজার ৪৩০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (১০ মে) আশকোনার হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শনিবার সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের ৯৩টি ফ্লাইটে ৩৭ হাজার ৪৩০ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩১টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩১ মে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
এখন পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৮৬ হাজার ১৮৩টি ভিসা ইস্যু করা হয়েছে। এখনো ৯১৭ জন হজযাত্রীর ভিসা ইস্যু বাকি আছে।
(ওএস/এএস/মে ১০, ২০২৫)