ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

বর্ষসেরা ফুটবলার হলেন সালাহ

২০২৫ মে ১০ ১৩:৩৬:১২
বর্ষসেরা ফুটবলার হলেন সালাহ

স্পোর্টস ডেস্ক : ফুটবল লেখক সমিতির (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

২০২৪-২৫ মৌসুমটা দুর্দান্ত কেটেছে সালাহর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল এবং ২৩ অ্যাসিস্টের মালিক তিনি। লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এই ফরোয়ার্ড।

আর্নে স্লটের দলে প্রতি ম্যাচেই শুরুর একাদশ থেকে ছিলেন সালাহ। যদিও এবার তার লিভারপুল ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জনকে পেছনে ঠেলে পছন্দের ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন সালাহ।

মোহাম্মদ সালাহ এই শতাব্দীতে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছেন, মোট ভোটের প্রায় ৯০ শতাংশই পেয়েছেন তিনি।

ইংল্যান্ডের শত শত সাংবাদিকের ভোটে বিজয়ী হয়েছেন সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ সালে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

৩২ বছর বয়সী সালাহ সতীর্থ ভার্জিল ফন ডাইক এবং রায়ান গ্রেভেনবার্চ, সেইসাথে আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস এবং নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে পেছনে ফেলে এই বছরের পুরস্কার জিতেছেন।

(ওএস/এএস/মে ১০, ২০২৫)