প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
সৌদি পৌঁছেছেন ৪৫ হাজার ৮৯৬ হজযাত্রী
২০২৫ মে ১৫ ১৪:০৪:১২-1.jpg)
স্টাফ রিপোর্টার : হজ পালনের জন্য এখন পর্যন্ত ১১৫টি ফ্লাইটে সর্বমোট ৪৫ হাজার ৮৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) আশকোনার হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের ১১৫টি ফ্লাইটে ৪৫ হাজার ৮৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৯টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৯টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩১ মে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
এখন পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৮৬ হাজার ৭০১ জন হজযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছে। এখনো ৩৯৯ জন হজযাত্রীর ভিসা ইস্যু বাকি আছে।
অন্যদিকে এবার হজে গিয়ে এখন পর্যন্ত মোট ছয়জন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
(ওএস/এএস/মে ১৫, ২০২৫)