ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

২০২৫ মে ১৫ ১৭:২১:১০
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সম্ভাবনা তৈরি হয়েছে।

বৈঠকে ড. আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট মুক্ত এবং বাংলাদেশ থেকে কম খরচে শ্রমিক প্রেরণের বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ড. আসিফ নজরুল। এ সময় মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অবৈধ কর্মীদের বৈধকরণ এবং নতুন শ্রমিক প্রেরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এদিকে মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ড. আসিফ নজরুল। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমিকদের জন্য নিরাপদ, ন্যায্য এবং সম্মানজনক কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতার ওপর জোর দেন।

এ সময় স্টিভেন সিম মালয়েশিয়ার মাদানি কাঠামোর মধ্যে ইহসান, কেডিলান এবং কেসেহাতানের মূল নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করে একটি নীতিগত কর্মসংস্থানের গন্তব্য হিসেবে অব্যাহত রাখার প্রতিশ্রুতির ওপরও জোর দেন।

এই সফর বিশ্ব শ্রমবাজারে সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের মধ্যে উন্মুক্ততা এবং সহযোগিতার মনোভাব প্রতিফলিত করে। পাশাপাশি টেকসই উন্নয়ন এবং সর্বজনীন কল্যাণের এজেন্ডাকে সমর্থন করে।

(ওএস/এসপি/মে ১৫, ২০২৫)