প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নে কৃষি জমির মাটি কাটায় এক্সকাভেটর জব্দ, জরিমানা
২০২৫ মে ১৫ ১৮:৩৩:৩৬
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলার চাঁদপুর ইউনিয়নের উত্তর বাহিরদিয়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেকুচালক ও মাটিকাটা চক্রের সদস্যরা পালিয়ে যান।
বুধবার (১৪ মে) বিকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ইসরাত জাহান।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ইশরাত জাহান জানায়, আমরা চাঁদপুর ইউনিয়ন পরিষদ থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম আমাদেরকে একজন বলল এখানে প্রতি রাত্রে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হয়। তাই আমরা সরজমিনে তা দেখতে আসি এবং এসে দেখতে পাই এখানে এক্সকাভেটর (বেকু) দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এবং এর ফলে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ধসে পড়ার ঝুকির মধ্যে আছে। এ সময় তিনি একটি এসকেভেটর (বেকু) জব্দ করেন এবং জমির মালিক বাদল ফকির কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ অফিসার) ইসরাত জাহান জানান, ফরিদপুর সদর উপজেলা প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। কৃষি জমি রক্ষার্থে এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন। এর আগেও প্রশাসন অসংখ্যবার এমন অভিযান পরিচালনা করেছে। কৃষি জমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
(ডিসি/এসপি/মে ১৫, ২০২৫)