প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সোনাতলায় নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ
২০২৫ মে ১৫ ১৮:৩৬:৩৬
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় SACP-RAINS নামক প্রকল্পের অধীনে নারীদের স্বাবলম্বী করতে আজ বৃহস্পতিবার থেকে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
নারীদের জন্য এক্সক্লুসিভ ইন্টিগ্রেটেড হোমস্টেড গার্ডেন মডেল নামক সংস্থার উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ কর্মশালায় ৩০ জন উপজেলার বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, প্রশিক্ষণটি ২০২৪/২০২৫ অর্থ বছরে ১৫ই মে শুরু হয়ে ২রা জুন সমাপ্ত হবে। প্রশিক্ষণের এবারের লক্ষ্যসমূহ নারী কৃষকদের ক্ষমতায়ন কৃষিতে নারী কৃষকদের সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ভূমিকা বাড়ানো। সেই সাথে পরিবেশবান্ধব কৃষি প্রক্রিয়া প্রচার করা যা দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করা। এ ছাড়াও খাদ্য নিরাপত্তা নারী কৃষকদের আয় ও আর্থিক স্থিতিশীলতা। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন ও কৃষি সম্প্রসারণ অফিসার সাবিয়া আক্তার সুরভী।
কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আজ নারীরা প্রতিটি ক্ষেত্রে অগ্রগামী ভুমিকা পালন করে চলেছেন। উদ্যোক্তা হওয়ার জন্য আত্নীবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যতক্ষণ না আপনি নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারবেন ততক্ষণ আপনি কোনো কিছুই করতে পারবেন না।
(বিএস/এসপি/মে ১৫, ২০২৫)