ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

এইচএসসির ভেন্যু অন্য উপজেলায়, পরীক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ

২০২৫ মে ১৫ ১৯:২৭:৪৯
এইচএসসির ভেন্যু অন্য উপজেলায়, পরীক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : আসন্ন এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তন করে শরণখোলা থেকে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলায় স্থানান্তরিত করায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শরণখোলা সরকারি অনার্স কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দুই ঘন্টা ধরে প্রেসক্লাব চত্তরের সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করেন তারা। ভেন্যু পরিবর্তন না করে শরণখোলা সরকারি অনার্স কলেজ কেন্দ্রে উপজেলার সব পরীক্ষার্থী আসন্ন এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য যশোর বোর্ড কর্তৃপক্ষের প্রতি দাবি জানায়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি চলাকালে শিক্ষার্থীরা দাবি করেন, শরণখোলা উপজেলা সদর থেকে মোরেলগঞ্জ উপজেলা সদরের দূরত্ব ২৫ কিলোমিটার। আর এতো দূরে গিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের অর্থনৈতিকসহ নানান জটিলতায় পড়তে হয়। আবার কখনো কখনো অসুস্থ হয়ে পরিক্ষায় অংশগ্রহণ করতেও বিলম্ব হয়।

তাই তারা দাবি জানান, শরণখোলা উপজেলায় অসংখ্য স্কুল কলেজ রয়েছে,তারই কোনো একটিতে পরীক্ষা কেন্দ্র করার। এই দাবি না মানলে আগামী রবিবার আবরও বিক্ষোভের ঘোষণা দেন শিক্ষাথীরা। বিক্ষোভ শেষে দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

(এস/এসপি/মে ১৫, ২০২৫)