ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়ক এখন মৃত্যু উপত্যকা, জনদাবি উপেক্ষিত

২০২৫ মে ১৫ ১৯:২৯:৪৩
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়ক এখন মৃত্যু উপত্যকা, জনদাবি উপেক্ষিত

রূপক মুখার্জি, নড়াইল : কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। নামে মহাসড়ক হলেও এটি দুই লেন বিশিষ্ট মহাসড়ক। আর এই মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

পদ্মা সেতু ও মধুমতী সেতু চালুর পর এই মহাসড়ক দিয়েই যশোর, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০ জেলার ভারী যানবাহন নিয়মিত চলাচল করছে। এতে করে মহাসড়কে যানবাহন বৃদ্ধির পাশাপাশি সড়ক দূর্ঘটনা নিত্য দিনকার ঘটনায় পরিনত হয়ে পড়েছে।

মহাসড়কটি অপ্রশস্ত্র হওয়ার দরুণ ভারী যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। তাছাড়া ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, সিএনজি এবং অন্যান্য ছোট যানবাহনের অবাধ চলাচল সড়কটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির ঘটনা। আসলেই এই মহাসড়কটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়ে পড়েছে।

সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

স্থানীয় মানুষজনের অভিযোগ , হাইওয়ে পুলিশের গাফিলতি এবং নিয়মিত টহলের অভাবে ছোট যানগুলো মহাসড়কে দাপটের সঙ্গে চলছে, আর এর চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকেই। অহরহ ঘটছে দূর্ঘটনা, মরছে মানুষজন।

নড়াইল পৌরসভার সামনের চায়ের দোকানী মহিদ বলেন, 'এই মহাসড়কে বাস-ট্রাকের সঙ্গে ইজিবাইকসহ ছোট যানবাহনের সংঘর্ষ এখন নিত্যনৈমিত্তিক। অথচ কেউ নজর দিচ্ছে না। আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাফেরা করি।’

লোহাগড়ার তরুণ গণমাধ্যমকর্মী রাশেদ রাসু কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কটি ৪ অথবা ৬ লেনে উন্নীত করে জনদুর্ভোগ লাঘবে অন্তবর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা।

অভিজ্ঞ মহল বলছেন, কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষিত হলেও এই মহাসড়কটি অপ্রশস্ত্র। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে এই মহাসড়কটি শুধু মাত্র অপ্রশস্তার কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কটি প্রশস্ত করা এখন সময়ের দাবী।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে একজন কর্মকর্তা নাম প্রকাশ করা হবে না এই শর্তে বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি, কিন্তু জনবলের অভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কঠিন। তবে আমরা চেষ্টা করছি পরিস্থিতির উন্নতি ঘটাতে।”

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ অবিলম্বে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কটিকে চার লেন অথবা ছয় লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

(আরএম/এসপি/মে ১৫, ২০২৫)