ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে বিএসটিআই সার্ভিল্যান্স অভিযানে দু'টি ফিলিং স্টেশনের ছয়টি নজেল বন্ধ

২০২৫ মে ১৫ ১৯:৩৬:২৬
ফরিদপুরে বিএসটিআই সার্ভিল্যান্স অভিযানে দু'টি ফিলিং স্টেশনের ছয়টি নজেল বন্ধ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে বিএসটিআই সার্ভিল্যান্স অভিযানে মেসার্স পারিশা ফিলিং ও মেসার্স হোসেন ফিলিং স্টেশন নামের দু'টি ফিলিং স্টেশনের ছয়টি নজেল বন্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ফরিদপুর বিএসটিআইয়ের জেলা কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (ফুড এন্ড ব্যাক্ট.) মো. কামাল হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে এ বিষয়ে যাবতীয় তথ্য নিশ্চিত করেছেন।

বিএসটিআই জেলা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, গতকাল বুধবার (১৪ মে) ফরিদপুর জেলার সদর ও মধুখালী উপজেলায় একটি সার্ভিল্যান্স বা স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। বুধবারের ওই সার্ভিল্যান্স অভিযানটি কোন কোন প্রতিষ্ঠানে চালানো হয় সেটির বর্ণনা দেন তিনি।

বিএসটিআই ফরিদপুর জেলা অফিস প্রধান মো. কামাল হোসেনের বর্ননা মতে, 'মেসার্স পারিশা ফিলিং স্টেশন, মাঝকান্দি, মধুখালী, ফরিদপুর এর অকটেন, ডিজেল-১ ও ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে যথাক্রমে ৪০০ মি:লি:, ২৮০ মি:লি: ও ২৮০ মি: লি: কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"এর ১৫(৩) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।’

এছাড়া, মেসার্স হোসেন ফিলিং স্টেশন, করিমপুর, কানাইপুর , ফরিদপুর এর অকটেন, ডিজেল-১ ও ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে যথাক্রমে ২৬০ মি:লি:, ২০০ মি:লি: ও ১২০ মি: লি: কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"এর ১৫(৩) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।

তিনি জানান, মেসার্স মমতাজ ফিলিং স্টেশন, কানাইপুর, সদর, ফরিদপুর এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

এছাড়া, মেসার্স শেফ ফুড প্রোডাক্টস, কানাইপুর, সদর, ফরিদপুর এর আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস ও এডিবল জেল পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

বিএসটিআই ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন এর নেতৃত্বে হওয়া ওই সার্ভিল্যান্স বা স্কোয়াড অভিযানে আরও অংশ নেন বিএসটিআই ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (মেট) মোসা. আলেয়া খাতুন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, প্রমুখ।

এছাড়া, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিএসটিআইয়ের ফরিদপুর জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. কামাল হোসেন।

(আরআর/এসপি/মে ১৫, ২০২৫)