প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজেন্দ্র কলেজ ছাত্রদলের কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন
২০২৫ মে ১৫ ১৯:৩৯:৫৪
দিলীপ চন্দ, ফরিদপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী. স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে উক্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকী সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, তামজিদুল হাসান কায়েস - সাধারণ সম্পাদক. জেলা ছাত্রদল মোহাম্মদ কায়েস- সহ-সভাপতি জেলা ছাত্রদল. ইশতিয়াক হোসেন - যুগ্ম সাধারণ সম্পাদক. জেলা ছাত্রদল. মুনিব হাসান সোহাগ- ভারপ্রাপ্ত সভাপতি. মহানগর ছাত্রদল.সাব্বির হোসেন সাদ্দাম - ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক. মহানগর ছাত্রদল. শাহরুখ নিলয় ফয়সাল - সাধারণ সম্পাদক. সরকারি রাজেন্দ্র কলেজ শাখা. ছাত্রদল।
সভায় বক্তারা অবিলম্বে সাম্যর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তা না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি ব্যক্ত করেন।
(ডিসি/এসপি/মে ১৫, ২০২৫)