ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

২০২৫ মে ১৫ ১৯:৫২:২৩
বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা নামকস্থানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে যাত্রীবাহি মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত ও চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে মাহিন্দ্রা চালক কাজী মুরাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী যাত্রীবাহি মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত এবং উভয় গাড়ির চালকসহ পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মাহিন্দ্রা চালক কাজী মুরাদ, যাত্রী মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল ও পলাশ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুত্বর আহত মাহিন্দ্রা চালক কাজী মুরাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

(টিবি/এসপি/মে ১৫, ২০২৫)