ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০২৫ মে ১৫ ১৯:৫৩:৫৯
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া রবিনকে গ্রেপ্তারের জন্য বরিশাল নগরীসহ ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রবিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রমতে, এর আগে বুধবার (১৪ মে) বিকেলে নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কৌশলে সেখান থেকে রবিন পালিয়ে যায়। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

(টিবি/এসপি/মে ১৫, ২০২৫)