ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত

বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

২০২৫ মে ২৬ ০০:১৯:৩৫
বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে অনলাইন লটারির মাধ্যমে বোরো ধান সংগ্রহের জন্য ৮১৫ জন কৃষক নির্বাচিত হয়েছেন। এতে আবেদন করেছিলেন ২ হাজার ৮২ জন কৃষক। এবারের বোরো মৌসুমে ১৪'শ ৪৫ মে. টন ধান সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ। প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।

রবিবার (২৫ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই লটারির আয়োজন করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইমান বিনতে ফেরদৌস, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ প্রমুখ।

৩১ আগস্ট পর্যন্ত সরকাররে এ নির্ধারিত মুল্যে ধান বিক্রয় কার্যক্রমের সু্বিধা পাবেন কৃষকরা। তবে ধান বিক্রির আর্দ্রতার মান সঠিক থাকতে হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

আজকের প্রথম ধাপের এই লটারিতে সদর উপজেলার ১৫ ইউনিয়নে ও একটি পৌরসভায় ৮১৫ কৃষকের নাম নির্বাচিত হয়েছে বলে জানা গেছে।

(আরআর/এএস/মে ২৬, ২০২৫)