প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত
শিক্ষার্থীদের সাথে ঈদ করলেন ভিসি
২০২৫ জুন ০৮ ২৩:০১:০৮
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঈদ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো উপাচার্য ক্যাম্পাসে কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করলেন। শিক্ষার্থীরা এটিকে দেখছেন পরিবর্তনের বার্তা হিসেবে। পবিত্র ঈদুল আজহায় নাড়ির টানে দলে দলে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও জীবনের নানা সমীকরণে, স্বপ্ন পূরণের তাগিদে অনেকেই থেকে গেছেন চিরচেনা ক্যাম্পাসে। পাশাপাশি অনেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদে অবস্থান করছেন। ফলে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্যাম্পাসেই ঈদ উদযাপন ও কোরবানির আয়োজন করেছেন স্বয়ং উপাচার্য।
শিক্ষার্থী তামিম হোসাইন, নিয়ামতে খোদা ইকবাল হোসেন এটিকে দেখছেন পরিবর্তনের বার্তা হিসেবে। তারা মনে করেন, একজন অভিভাবক হিসেবে ভিসি স্যার আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করেছেন। এটি প্রশংসার দাবিদার। স্যারের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
ঈদের দিন শনিবার (৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন উপাচার্য হোসেন উদ্দিন শেখর।। নামাজ শেষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং উপাচার্যের বাসভবনে সেমাই ও কাবাবের আয়োজন করা হয়।
জানতে চাইলে ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানাবিধ কারণে বেশকিছু শিক্ষার্থী ঈদের ছুটিতেও ক্যাম্পাসে অবস্থান করছে। পরিবার পরিজন ছাড়া ঈদ উদযাপন যেন ফ্যাকাসে না হয়, তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।
(টিবি/এসপি/জুন ০৮, ২০২৫)