প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
সংস্কার শেষে নির্বাচন হলে দ্বিমত নেই : সারজিস
২০২৫ জুন ০৯ ২০:৩৮:৪৯
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, এরমধ্যে বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এগুলো সম্পূর্ণ হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। নির্বাচনের পূর্বেই এই সংস্কারগুলো নিশ্চিত করতে হবে।'
আজ সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সাথে চা চক্র শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।
সারজিস আরও বলেন, 'বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি নির্বাচনকালে ক্ষমতার অপব্যবহার করা হয়। কালো টাকা, পেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল হোক, বড় দল হোক, সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে।'
তিনি বলেন, 'রাজনৈতিক শক্তি আর সাংগঠনিক শক্তি সমান নয়। কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচন গুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি। ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখি, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।'
তিনি আরও বলেন, 'আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক আহ্বায়ক কমিটি থাকবে এবং সেটার মধ্য দিয়ে অটোমেটিক আমাদের যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সেটি আমরা মনে করি যে স্বয়ংক্রিয়ভাবে অনেকটাই সম্পূর্ণ হবে।
আমরা প্রত্যাশা করছি নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন এই রেজিস্ট্রেশন এর আবেদন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি আমরা ১৬ তারিখের মধ্যেই আশা করছি সম্পূর্ণ করতে পারবো। এ জন্য ১০০ টি উপজেলা এবং ২২ টি জেলায় কমিটির প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতোমধ্যে হয়ে গেছে, আমাদের অফিস নেয়ার প্রক্রিয়া চলছে। আমরা মনে করছি যে এই মাসের ১৫ তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা সেটা আমরা করব এবং যথা সময়ে যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো করে আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব।'
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(আরএআর/এসপি/জুন ০৯, ২০২৫)