ঢাকা, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

২০২৫ জুন ১০ ১৬:০৫:২২
টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২ টাযর দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকেরমাঠ নামক স্থানে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

নিহত ফয়সাল শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। পরে সোমবার রাত সাড়ে ১২ টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে তারা গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি মল্লিকেরমাঠ পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফয়সাল নিহত হন। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি খোরশেদ আরও বলেন, প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ফয়সাল শেখের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/জুন ১০, ২০২৫)