প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কের মূলঘর সরকারী স্কুল মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে গাছের সাথে ধাক্কা লাগে। এসময়ে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান। সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী দূরপাল্লার ইমাদ পরিবহন বাসটি রাত দুইটার দিকে ফকিরহাটে বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কের মূলঘর সরকারী স্কুল মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময়ে ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছে। সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে পাঠানো হয়। অজ্ঞাত যাত্রীর পরিচয় সনাক্ত হলে আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তন করা হবে।
(এস/এসপি/জুন ১০, ২০২৫)