প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
২০২৫ জুন ১০ ১৭:০৭:৫৬
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহার সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যনিক উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সরদার নূরুল ইসলাম, গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মিলু মিয়া, সাবেক প্রধান শিক্ষক আহসান মঞ্জুর এলাহী, এস পি পি বি আই ঢাকা হেড কোয়ার্টার কর্মকর্তা মিলু মিয়া বিশ্বাস, অত্র বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো: আইয়ুব হোসেন মল্লিক, সাবেক সভাপতি মো:তরিকুল ওসমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আমিনুর রহমানসহ প্রমূখ।
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষক মণ্ডলী, কৃতি শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সব শিক্ষার্থী অত্র বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ অন্যান্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যানরত মোট ৫৭ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং তাদের অভিভাবকদের একটি মেডেল প্রদান করা হয়েছে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
(আরএম/এসপি/জুন ১০, ২০২৫)