ঢাকা, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চাটমোহরে মাইক্রোবাসের চাপায় যুবক নিহত

২০২৫ জুন ১০ ১৭:২৪:১৯
চাটমোহরে মাইক্রোবাসের চাপায় যুবক নিহত

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার সময় মাইক্রোবাসের চাপায় জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার বোয়াইলমারী গোরস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিপুর কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে ব্যাটারি চালিত ভ্যানযোগে ছাইকোলা হাটে আম বিক্রি করতে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। আম ভর্তি ভ্যানটি বোয়াইলমারী গোরস্থান এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুত গতির একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে জহুরুল। এ সময় মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার সময় জহুরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জহুরুল।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, নিহতের পরিবারের লোকজন থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এসএইচ/এসপি/জুন ১০, ২০২৫)