ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জমি নিয়ে বিরোধ 

বৃদ্ধ চাচাকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

২০২৫ জুন ১৬ ১৯:১৮:৩২
বৃদ্ধ চাচাকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : জমি নিয়ে বিরোধের জেরধরে বৃদ্ধ চাচাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে যুবদল নেতা আপন ভাতিজার বিরুদ্ধে। গুরুত্বর অবস্থায় চাচা মোস্তফা হাওলাদারকে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে।

গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন বাটাজোর গ্রামের মৃত ফজলে করিম হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন, পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত বাটাজোর বন্দরস্থ তার অংশের সম্পত্তি দীর্ঘদিন থেকে অপর ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শামসুল হক হাওলাদারের ছেলে বাটাজোর ইউনিয়নের পদবিহীন যুবদল নেতা রাসেল হাওলাদার জবর দখলের চেষ্টা করে আসছিলো।

এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে রোববার দিবাগত রাতে বন্দরের মন্দির গলিতে বসে পরিকল্পিতভাবে রাসেল তার (মোস্তফা) ওপর আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

মোস্তফা হাওলাদার অভিযোগ করে আরও বলেন, হামলার সময় তার চিৎকারে বন্দরের লোকজন এগিয়ে আসলে হামলাকারী রাসেল পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযোগ অস্বীকার করে রাসেল হাওলাদার বলেন, পৈত্রিক ৮ শতক জমি আমি ভোগ দখলে রয়েছি। সেই জমির কিছু অংশ আমার অপর চাচা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হাওলাদারকে দেওয়ার জন্য আমার ওপর চাপ প্রয়োগ করে আসছিলো চাচা মোস্তফা হাওলাদার। এতে আমি রাজি না হওয়ায় রোববার রাতে বাটাজোর বন্দরে আমাকে ডেকে নিয়ে চাচা মোস্তফা ও ফুপাতো ভাই আরিফ হোসেন আমার ওপর হামলা চালায়। এসময় সে (মোস্তফা হাওলাদার) আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা তা আমার জানা নেই।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/জুন ১৬, ২০২৫)