প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ইনজেকশনের পর নিথর শিশু মুশফিক, পল্লী চিকিৎসককে গণধোলাই
২০২৫ জুন ১৬ ১৯:৩৪:০৩.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে তিন বছরের প্রাণচঞ্চল ছোট্ট মুশফিক খেলতে গিয়ে টিনের ওপর পড়ে পেট কেটে আহত হয়। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয় এক পল্লী চিকিৎসকের কাছে। ওই পল্লী চিকিৎসক শিশু মুশফিকের পেটে ১১টি সেলাই দেওয়ার পাশাপাশি ৪টি ইনজেকশন দেন। এতেই ঘটে বিপত্তি। ছটফট করতে থাকে শিশুটি। অবস্থার অবনতি ঘটায় দ্রুত নেয়া হয় উপজেলা হাসপাতালে। কিন্তু তখন সব শেষ। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি আর বেঁচে নেই। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১টার দিকে চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে। শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে (৪২) গণধোলাই দেয়। নিহত মুশফিক চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের রুবেল শেখের একমাত্র পুত্র।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শাহাদাৎ হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণধোলাইয়ের শিকার পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এস/এসপি/জুন ১৬, ২০২৫)