ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত

সালথায় বিনামুল্যে ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

২০২৫ জুন ২৩ ১৬:১৮:২৩
সালথায় বিনামুল্যে ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ২১শ' ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে ৫ কেজি করে রোপা আপন ধানের বীজ, ২০ কেজি করে সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

এসময় উপজেলা প্রকৌশলী মোঃ আবু জাফর মিয়া, অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ১৩শ' নারিকেলের চারা বিতরণ করা হয়।

(এএনএইচ/এএস/জুন ২৩, ২০২৫)