প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত
দিনাজপুরে মেটাল প্রেজেন্ট এশিয়া প্যাসিফিক ডিরেক্টরস মিটিং অনুষ্ঠিত
২০২৫ জুন ২৮ ১৩:২৪:৫০
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মেটাল প্রেজেন্ট এশিয়া প্যাসিফিক ডিরেক্টরস মিটিং ২০২৫।
শুক্রবার (২৭ জুন) শুরু হওয়া এই আন্তর্জাতিক কনফারেন্স চলবে তিন দিনব্যাপী। বিশ্বের ৫৭টি দেশে কার্যক্রম চালানো আন্তর্জাতিক সংগঠন IAAS (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্স) এর অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে ৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশ নিচ্ছেন দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, দেশের কৃষিভিত্তিক শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, গবেষণা এবং বৈশ্বিক কৃষি প্রোগ্রামের সঙ্গে পরিচয় করানোই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে।
সম্মেলনে বক্তব্য রাখেন মেটালের সিইও মোঃ মিজানুর রহমান, ইয়াস এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক মেহেদী হাসান তুষার, এবং জাতীয় পরিচালক ইসরাফিল হোসাইন।
আয়োজকরা আশা করছেন, শিক্ষার্থীরা এই জ্ঞান কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে।
(এসএএস/এএস/জুন ২৮, ২০২৫)