ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুন্দরবনে ৩০০ ফাঁদসহ হরিণ শিকারি দলের উপপ্রধান দুলাল গ্রেফতার

২০২৫ জুন ৩০ ১৯:৩২:৫৮
সুন্দরবনে ৩০০ ফাঁদসহ হরিণ শিকারি দলের উপপ্রধান দুলাল গ্রেফতার

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনে হরিণ শিকারের তৎপর পাথরঘাটার নাসির গ্যাংয়ের উপ প্রধান মো. আরিফুল ইসলাম দুলালকে (৫০) গ্রেফতার করেছে বন বিভাগ।

আজ সোমবার সকােলর দিকে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের কাছে সুখপাড়া খালের পাশ থেকে বনে হরিণ শিকারের ফাঁদ পাতাকালে স্মার্ট পেট্রোলিং টিম দুইয়ের সদস্যরা দুলালকে গ্রেফতার করে। এসময়ে তার কাছ থেকে হরিণ শিকারের ৩০০টি মালা ফাঁদ, ১টি ছুরি, ১টি করাত, ২০০ গজ পলিথিন, ১১টি প্লাস্টিকের খালি বস্তা, ২টি পালিত ও ১০০ পুট প্লাস্টিকে রশি উদ্ধার করে।

পেশাদার হরিণ শিকারি রঘাটার নাসির গ্যাংয়ের উপ প্রধান মো. আরিফুল ইসলাম দুলাল বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক মিরনের ছেলে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম দুইয়ের টিম লিডার দিলীপ মজুমদার মুঠোফোনে এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আমিসহ স্মার্ট পেট্রোলিং টিম দুইয়ের সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের কাছে সুখপাড়া খালের পাশ থেকে পায়ে হেটে বনাঞ্চলে টহল প্রদানকালে এক চোরা শিকারিকে হরিণ শিকারের ফাঁদ পাততে দেখায় যায়। এসময়ে তাকে হরিণ শিকারের ৩০০টি মালা ফাঁদ ও অন্যান্য মালামালসহ গ্রেফতার করা হয়। ওই চোরা শিকারি সুন্দরবনে হরিণ শিকারে তৎপর পাথরঘাটার নাসির গ্যাংয়ের উপ প্রধান মো. আরিফুল ইসলাম দুলাল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে বন অফিসে হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/জুন ৩০, ২০২৫)