ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রোটারী বর্ষ ২০২৫-২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২৫ জুলাই ০১ ১২:০৯:১৫
রোটারী বর্ষ ২০২৫-২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

দিলীপ চন্দ, ফরিদপুর : রোটারী বর্ষ ২০২৫-২০২৬ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রোটারী ক্লাব অব ফরিদপুর এবং রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা।

সকাল ৭টায় ফরিদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন রোটারী ক্লাব অব ফরিদপুর-এর সভাপতি রোটারিয়ান শিমুল হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান ডা. এম এ জলিল, সাবেক সভাপতি ডা. মো. ইউনুস আলী ও রোটারিয়ান খন্দকার খালিদ বিন মোর্শেদ।

বক্তারা বলেন, রোটারী ক্লাব সবসময়ই সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। শিক্ষাখাত, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করছে রোটারিয়ানরা। আগামী দিনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট অলোকেশ রায়।

শোভাযাত্রাটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে ডিসি অফিস, পুলিশ সুপারের কার্যালয় হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কোর্ট কম্পাউন্ডে গিয়ে শেষ হয়। এতে রোটারী ক্লাব অব ফরিদপুর ও ফরিদপুর নিউ টাউনের নেতৃবৃন্দসহ রোটার‍্যাক্ট ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় রোটারীর নতুন বর্ষের সূচনা।

(ডিসি/এএস/জুলাই ০১, ২০২৫)