ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক 

২০২৫ জুলাই ০১ ১৬:২১:৪৭
আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক 










ওই যে ছিলো বটবৃক্ষ

ওই যে ছিলো বটবৃক্ষ দুই শতাব্দীর বেশি
তার ছায়াতে শরীর জুড়ায় কত দেশী পরদেশী
নিত্য দিতো অক্সিজেন
ওসব তারা বুঝবে কেন?
গোঁড়ামীতে ফেললো কেটে দেখিয়ে তাদের পেশী!

ইস্যু এখন হিসু

ওই ছেলেটা হয়নি পিতা আচরণে শিশু
তার কথাটা ধরে নেতা দিলেন নতুন ইস্যু
দেশে এখন রব উঠেছে
ইস্যুর পিছে সব ছুটেছে
ছেলেটা তো ভেসেই যাবে ছাড়লে ওরা হিসু!

দুই নুরাই

এরশাদের সেই সময়ে নুরা ছিলো এক
এই সময়ের নুরাটার কাণ্ড সবাই দেখ;
নুরা বলে মারবে পুলিশ!
আমি বলি তাকে 'ফুলিশ'
দুই নুরাই পাগলা নুরা সবাই এটা লেখ্!

প্রাপ্য যেটা পেয়েছো সেটা

তোমার গলে এমন মাল্যে বেজেছে ঝুমঝুমি।
রাতের ভোটকে বৈধ করেছো, তুমি; সেতো তুমি
প্রাপ্য যেটা
পেয়েছো সেটা
তোমার কাণ্ডেই কলংকিত হয়েছে মাতৃভূমি।

আর নয় হাউকাউ

ইশরাক থাম থাম আর নয় হাউকাউ
আদালত বলে দিলে! ক্ষমতা পাবে ফাউ?
জনতার কাছে যাও
তাদের মন পাও
না হলেতো তুমি সেই কদুটাই হবে লাউ!