ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আগৈলঝাড়ায় জুয়েলারি দোকানে চুরি, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

২০২৫ জুলাই ০১ ১৭:২১:৩৭
আগৈলঝাড়ায় জুয়েলারি দোকানে চুরি, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সদর বাজারে একটি জুয়োলারি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার গোডাউন রোডে অবস্থিত ‘সেনকো ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের ওই দোকানে চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতি রবিবার আগৈলঝাড়া জুয়েলার্স সমিতির নিয়ম অনুযায়ী বাজারের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। গতকাল সোমবার সকালে দোকানের কর্মচারী রণজিৎ দোকান খুলতে এসে দেখেন, পিছনের লোহার দরজা ভাঙা ও ভেতরে মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ শুরু করে।

সেনকো ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের মালিক অজিত হালদার জানান, শনিবার রাতের কাজ শেষে দোকানে তালা দিয়ে কর্মচারী রণজিৎ বাড়ি ফিরে আসে। পরদিন সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পান রণজিৎ। পরে বিষয়টি মালিককে জানালে তিনি এসে পুলিশকে খবর দেন।

তিনি আরও জানান, চোরের দল দোকান থেকে আনুমানিক ১৫ ভরি স্বর্ণ, ২৬০ ভরি রূপা এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম বলেন, “বাজারের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

(টিবি/এসপি/জুলাই ০১, ২০২৫)