প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শ্যামনগরে কৃষকলীগ নেতা কাশেম হত্যা মামলার আসামীকে হাতুড়ি পেটা ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা
২০২৫ জুলাই ০১ ২৩:০৯:৩৮
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী বুলবুলি গাজীকে হাতুড়িপেটা করে ও দা দিয়ে ডান পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
বুলবুলি গাজী (৪০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মারফাতুল্লাহ গাজীর ছেলে।
খোলপেটুয়া গ্রামের আবু মুছা গাজী জানান,ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ২০২৪ সালের ৪ জুলাই বিরোধপূর্ণ ঘেরে খুন হন। এঘটনায় তার ভাই জাফর কাগুচি বাদী হয়ে তাকে( মুছা)সহ নয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। চার্জশিটে তার ভাই বুলবুলিকে আসামী করা হয়। বর্তমানে তারা জামিনে আছেন। বিরোধপূর্ণ ঘের তাদের দখলে থাকায় মেনে নিতে পারছিলো না ইউপি সদস্য হাবিবুল্লাহ ও তার সহযোগীরা।
এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বুলবুলি তার ছেলে আরিফের জন্য হাফিজিয়া মাদ্রাসায় রাতের খাবার দিয়ে গেটের বাইরে আসা মাত্র হাবিবুল্লাহ মেম্বর,তার ভাই ইমদাদুল, সালাম খাঁ,জাফর কাগুচি,মিন্টু কাগুচীসহ ১৫/১৬ জন রাম দা,হাতুড়ি,লোহার রড ও জিআই পাইপ দিয়ে বুলবুলির দুই হাত ও দুই পায়ের কয়েকটি জয়েন্ট ভেঙে দেয়। দা দিয়ে ডান পাশের রগ কেটে দেয়। একপর্যায়ে তাকে মৃত ভেবে উল্লাস করতে করতে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে তারা বুলবুলি কে উদ্ধার করে পার্শবর্তী গ্রাম ডাক্তারের কাছে নিয়ে যান। একই সময়ে বিষয়টি থানাকে অবহিত করা হয়।
তবে বিষয়টি নিয়ে হাবিবুল্লাহ মেম্বরের সাথে কথা বলা সম্ভব হয়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(আরকে/এএস/জুলাই ০১, ২০২৫)