ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

এলপিজির দাম ৩৯ টাকা কমেছে

২০২৫ জুলাই ০২ ১৬:৪৯:৩৫
এলপিজির দাম ৩৯ টাকা কমেছে

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন পর এলপি গ্যাসের দাম নিয়ে সুখবর এসেছে ভোক্তাদের জন্য। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন ঘোষণায় এক লাফে ৩৯ টাকা কমেছে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। আজ বুধবার নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডার এখন থেকে পাওয়া যাবে ১ হাজার ৩৬৪ টাকায়। আগের দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ, এক লাফে দাম কমানো হয়েছে ৩৯ টাকা।

গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

(ওএস/এসপি/জুলাই ০২, ২০২৫)