ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

ইসরায়েলে ফের মিসাইল হামলা

২০২৫ জুলাই ০২ ১৭:১৫:০৬
ইসরায়েলে ফের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুতিরা এ হামলা চালায়। এ ঘটনায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন সাধারণ ইসরায়েলিরা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। এ সময় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করেন তিনি।

কার্টজ বলেন, তেহরানের সাপের মাথা আঘাত করার পরে আমরা ইয়েমেনেও হুতিকে আঘাত করব। যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত বাড়াবে, সেই হাত কেটে ফেলা হবে।

এদিকে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি, যা সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশকয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: রয়টার্স, আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল

(ওএস/এসপি/জুলাই ০২, ২০২৫)