প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
২০২৫ জুলাই ০৪ ১৭:৪৪:৫৯
ইনি কি সেই তিনি
ইনি কি সেই তিনি; বুবুজান হাছিনা
চেহারা তো বিমর্ষ, তার দুখে বাঁচি না!
উমেদার চাটুকার
তারা আজ যার যার
অঙ্গুলি হেলানে, কেউ আর নাচি না।
ফাটকের একা ঘরে
স্বপ্নতে দেখেছিলো ওই বুবু আসে
উচ্ছ্বাসে বিগলিত হয়ে জোরে হাসে
ঘুম ভেঙে চোখ মেলে
সে দেখে আছে জেলে
ফাটকের একা ঘরে কেউ নেই পাশে!
আছে ব্যাটা আমরিকা
'জয়' ছ্যাইলা বুবুর পোলা আমগো সবার ভাগনা
এর লাইগ্যা মারছে টেহা লক্ষ কোটি মাগনা
বচন ছাড়ে ওহান থিকা
আছে ব্যাটা আমরিকা
মা খেদাইছি এর লাইগ্যা পোলার ভিতর রাগ না!
আমি তো নই চক্ষু বোজা
কয়েকজনে বলে আমায় আগে যার গুণ গাইলে
চব্বিশের জুলাই এসে আবার তার পতন চাইলে?
জবাব এটার খুব সোজা
আমি তো নই চক্ষু বোজা
তাদের মতো দাসখতটা দিইনি খুনির সব ফাইলে।
সব অর্জন হারিয়ে যাবে
এই মেয়ে, কি যনো নাম? পড়ছে মনে, ফাতেমা
সঙ্গীসাথী সামনে ঠেলে তোলছে তোমায় জাতে মা
এখন তুমি বলছো কি সব?
ধান্ধাবাজির পেলে কি 'জব'?
সব অর্জন হারিয়ে যাবে, কেউ পাবেনা সাথে মা।
গুলি নিলো বুক পেতে
দুই হাত টান করে বুক দিলো সামনে
তাঁর ত্যাগে পথ পেলে,তাঁরে সবে দাম দে;
চায়নি তো ভেগে যেতে
গুলি নিলো বুক পেতে
কে সে চেনো নাকি?আবু সাঈদ,নাম নে।