প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
‘আসন্ন নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পরীক্ষা’
২০২৫ জুলাই ০৫ ১৭:২৫:৩৮
রাজন্য রুহানি, জামালপুর : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পরীক্ষা। এবার নির্বাচনটি ভিন্ন হবে। এতে ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসীরাও। এমনকি বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটার, যারা গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেন নি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি বলেন, জনসেবকদের অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আমরা ২০১৮ সালে 'মধ্যরাতের নির্বাচন' পরিচালনাকারী সকল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের অপসারণ করেছি। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (৫ জুলাই) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও অংশীজনের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, ক্ষমতা গ্রহণ করেনি। আমরা সুশাসনের একটি উদাহরণ স্থাপন করতে চাই। পূর্ববর্তী সরকার অনেক অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল। জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছিল এই প্রকল্প। আমাদের এই স্বল্প মেয়াদের মধ্যে আমরা অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এবং ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করে আমরা ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি। জনগণের সঞ্চিত এই অর্থ নানা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/জুলাই ০৫, ২০২৫)