প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
২০২৫ জুলাই ০৫ ১৯:০৮:৩১
দীপক চন্দ্র পাল, ধামরাই : “রথযাত্রা লোকারণ্য মহা ধূম-ধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম” উলুধ্বনি আর কলাচিনি ছুড়ে রথে ভক্তরা তাদের মনোবাসনা পুন্য লাভে মিলিত হয়েছিল ধামরাইয়ের উল্টো রথ উৎসবে। মেলাঙ্গন মহিলাদের উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে।
ধামরাইয়ে আজ শনিবার বিকেল ছয়টায় বাংলার গৌরবময় চার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ রথ উৎসবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান শশেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। লাখো ভক্ত দর্শকদের আগমনে ধামরাই আজ জন সমুদ্রে পরিণত হয়ে পড়ে।
কড়া পুলিশী নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে উল্টো রথ সম্পন্ন হলেও রথের মেলা চলবে মাস ব্যাপী। রথের মেলায় বিভিন্ন ধরনের সহস্রাধিক ষ্টল বসেছে। আগতরা কিনছে তাদের পছন্দের জিনিষপত্র। গত ২৭ জুন ধামরাইয়ে বাংলার গৌরবময় চার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী উপমহাদেশ খ্যাত ও দেশের সর্ববৃহৎ রথ উৎসবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ উল্টো রথ যাত্রা উৎসবের উদ্ধোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী যশোমাথব মাধব মন্দির ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ জীবন কানাই দাশ। বক্তব্য রাখেন ও অনুষ্ঠানিিট সার্বিক পরিচালনা করেছেন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন। উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সহ বিভিন্ন নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
আজ উল্টো রথের দিন সকাল ১১ টায় গোপন নগরে রথের সামনে ঢাক-ঢোল, বাদ্য, কাঁসরঘন্টা ও মহিলাদের উলু-উলু ধ্বনিতে মাধব মন্দিরের পুরোহিত উত্তম গাঙ্গুলি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। বিকেল ৪টায় মাধবের কথিত শশুরালয় মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহ গুলো নিয়ে রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হয়।
গত ২৭ জুন এই রথটি মূর্তি সমেত লাখো ভক্ত নর-নারী পাটের রশি ধরে টেনে নিয়ে আসে পৌর এলাকার গোপনগরে। এসময় আগত লাখো ভক্তরা পূর্নার্থে কলা চিনি ছুড়ে দেন মনোবাসনা লাভের জন্যে।
প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করে গোপন নগরের যাত্রা বাড়ি মন্দিরে। মাধব ও অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারীদের দ্বারা পুজিত হয়েছে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে।
আজ ৯ দিন পর আজ ৫ জুলাই অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রার এ উৎসব। পূর্বের ন্যায় মাধব ও তার সহচরদের রথে চড়িয়ে সন্ধ্যায় পুনরায় ভক্তরা টেনে আনে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়। এখান থেকে মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা। এই রথ খোলার ইতিহাসও প্রায় ৪০০ বছরের।
মেলায় নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হয়েছে, মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। গত কয়েক দিন ধরে পুলিশ র্যাব গোয়েন্দা ও সেনা বাহিনী সহ সকল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতিপুর্বে কখনো নেওয়া হয়নি ধামরাই রথে। আজ ঠিক উল্টো রথেও একই ব্যবস্থা গ্রহন করা হয় বলে জানালেন ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম।
(ডিসি/এসপি/জুলাই ০৫, ২০২৫)