ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে ফিল্মি স্টাইলে এসে গুলি করল দুর্বৃত্তরা

২০২৫ জুলাই ০৫ ২৩:৩৭:৪৩
কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে ফিল্মি স্টাইলে এসে গুলি করল দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় বালুঘাট দখলকে কেন্দ্র করে পদ্মা নদীতে স্পিডবোর্ড নিয়ে ফিল্মি স্টাইলে এসে গুলি বর্ষণ করেছেন দুর্বৃত্তরা।এতে একজন আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) উপজেলার রায়টা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে চলছে আতঙ্ক।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন স্পিডবোর্ড গুলি বর্ষণ করতে করতে নদী মাঝ থেকে ধারে আসে। গুলির শব্দ শুনে সেখানে অবস্থান করা বেশ কিছু লোক-জন দৌড়ে পালাতে থাকেন।পরে তারা আবার স্পিডবোর্ড নদী দিয়ে পালিয়ে যায়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, স্পিডবোর্ডে এসে কয়েকজন গুলি করেছে।এসময় একজন আহত হয়েছে।এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

(এমএজে/এএস/জুলাই ০৫, ২০২৫)