প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফুলপুরে ২২ বছর পর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
২০২৫ জুলাই ০৬ ১৯:৪১:৫৭
ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার মিনি স্টেডিয়ামে ৫নং ফুলপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ,কে,এম এনায়েতুল্লাহ কালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাতার হোসেন তালুকদার।
ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আজাহারুল ইসলাম কাজল, ফুলপুর পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কগণ, সাংবাদিকবৃন্দ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল এবং ওলামা দলসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘ ২২ বছর পর ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মী সমাবেশ হওয়ায় স্টেডিয়াম মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
(এমএ/এএস/জুলাই ০৬, ২০২৫)